৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় বাংলাদেশের সামিউলের
প্যারিস অলিম্পিকে আরেকটি হতাশার সঙ্গী হলো বাংলাদেশ। এবার ১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নিজের দ্বিতীয় হিটে নামেন সামিউল। সেখানে অবশ্য বিদায় নিলেও নিজের সেরা টাইমিং করেন বাংলাদেশি সাঁতারু। নিজের ইভেন্টে তার টাইমিং ছিল ৫৩.১২।
প্যারিসের লা ডিফেনসে সাঁতার অ্যারেনার ১০০ মিটার ফ্রিস্টাইলের দ্বিতীয় হিটে ছয় নম্বর লেনে ছিলেন সামিউল। প্রথমে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে আটজনে হয়েছেন পঞ্চম। মোট ১০ হিটে ৭৯ জনের মধ্যে তাঁর অবস্থান ৬৯তম।
এই ইভেন্টে ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। আর দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।
সামিউলের আগে ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়ে বাদ পড়েন বাংলাদেশের আরেক প্রতিযোগী রবিউল। তিনি করেছিলেন ৬২৪.২ স্কোর।