নিজের শেষ দেখে ফেলেছিলেন নেইমার!
প্রবল প্রতিভা নিয়ে ফুটবলে আগমন ঘটেছিল নেইমারের। ২০০২ পরবর্তী ব্রাজিলের অন্যতম বড় তারকা হিসেবে তার হাত ধরেই বিশ্বকাপখরা ঘোচাতে চেয়েছিল দলটি। পাঁচবারের বিশ্বকাপজয়ীদের সেই আশা এখনও পূরণ হয়নি। প্রবল প্রতিভা থেকে চূড়ান্ত হতাশায় পরিণত হয়েছেন নেইমার।
চোটের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেন তিনি। মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় কাটে তার। এখনও মাঠের বাইরেই তিনি। চোট তাকে খেলতে দেয়নি সর্বশেষ কোপা আমেরিকাও। একটা সময় নেইমারের নিজের কাছেই মনে হয়েছিল, আর বুঝি পারবেন না। নিজের শেষ দেখে ফেলেছিলেন।
ইএসপিএনে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন মতে— পুনর্বাসনের কঠিন দিনগুলোতে নেইমারের মনে হয়েছিল, তিনি আর পারছেন না। আল-হিলাল তারকা বলেন, ‘চোট নিয়ে যখন লড়াই করছিলাম, দিনগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। একেকটি দিন আমার জন্য প্রচন্ড সংগ্রামের ছিল। সে সময় মনে হয়েছিল, হাল ছেড়ে দেই। পরক্ষণে আবার নিজেকে সামলে নেই। একজন যোদ্ধা কখনোই শেষের আগে লড়াই থামায় না। আমিও হাল ছাড়িনি। লড়াই চালিয়ে গেছি। এখনও যাচ্ছি।’
ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে আজ একটি ছবি প্রকাশ করেন নেইমার। সেখানে তাকে জিম করতে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড লেখেন— ‘কর্মব্যস্ত (পুনর্বাসন) আরও একটি দিন মানে অপেক্ষার সময় আরেকটি দিন কমে আসা।’