বিদেশি ক্রিকেটারদের শাস্তি চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো
প্রতিটি আইপিএলের আগেই বিদেশি ক্রিকেটারদের নিয়ে বাড়তি আগ্রহ থাকে ফ্র্যাঞ্চাইজিদের। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৫ আইপিএলকে সামনে রেখে এরইমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজকরা। অংশগ্রহনকারী দলগুলোর মালিকদের সঙ্গে বৈঠক করে বিদেশি ক্রিকেটারদের শাস্তির চাওয়ার বিষয়টি জানায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
গতকাল শুক্রবার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে নিলামে নাম দিয়ে যদি কোনো ক্রিকেটার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সরে যায়, তাহলে তাকে শাস্তির আওতায় আনা উচিত। এই ব্যাপারে বৈঠকে সম্মতও হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
মূলত বুধবার আইপিএলের দলগুলোর মালিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বেশ কিছু দল এই প্রস্তাবটি তুলে ধরে। সেখানে জানানো হয় কোনও বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএলে না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয়। তাই কোনও ক্রিকেটার এমন ভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে দু’বছরের নির্বাসিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে কোনও ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান, বা চোট পেয়ে খেলতে না পারেন, বা পরিবারের কারও সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, আইপিএলের দলগুলি তাকে ছাড়তে রাজি আছে। কিন্তু তেমন কোনও বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা।