শেখ হাসিনার বিদায়, আবাহনী-শেখ জামাল ক্লাবে ভাঙচুর
প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লিগের বিভিন্ন নেতা-কর্মীদের বাসভবন ও কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বত্তরা। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই ধারাবাহিকতায় এবার শেখ জামাল ধানমন্ডি ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবেও ভাঙচুর ও হামলা চালানো হয়েছে।
গতকাল সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বিকেলে দুষ্কৃতকারীরা ক্লাবে এসে সবকিছু তছনছ করে ফেলে। অনেক ট্রফি ভাঙচুর করা হয়। প্রশাসনিক কক্ষের আসবাবপত্র ছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষতি হয়েছে।
এছাড়াও অফিসকক্ষে কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি লুটপাটের অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয় কেউ কেউ সোফাও নিয়ে গেছে। ক্লাব সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘অফিসে একটি কাগজও নেই। সব কিছু এলোমেলো। লুটপাট ও ভাঙচুর করে সব বিনষ্ট করা হয়েছে। '
উল্লেখ্য, শেখ হাসিনার ভাই শেখ কামাল। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী তারই হাতে গড়া। ক্লাবটিতে ছিল শেখ কামালের ম্যুরালও। যেটি ভাঙচুর করা হয়েছে। মূলত আবাহনী ক্লাবের চেয়ারম্যান, পরিচালকদের অনেকেই আওয়ামী লিগের বড় পদে দায়িত্বরত ছিলেন। আবাহনী ক্লাবের পাশাপাশি ধানমন্ডিতে অবস্থিত শেখ জামাল, কলাবাগান ক্লাবও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।