নারী বিশ্বকাপ নিয়ে জাতিসংঘের সঙ্গে কথা বলতে চায় বাংলাদেশ
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। হুমকির মুখে পড়েছে বাংলাদেশে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যে বাংলাদেশে যেন না যায়, সে ব্যাপারে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। যার মধ্যে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও যুক্তরাজ্য।
এমন অবস্থা জাতিসংঘের সঙ্গে কথা বলতে চায় বাংলাদেশ সরকার। তারা যেন ভ্রমণের ব্যাপারে কড়াকড়ি আরোপ না করে এবং ক্রিকেটারদের এদেশে আসতে দেয়। খবরটি প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘বিভিন্ন দেশের বিধিনিষেধ আছে ভ্রমণের ক্ষেত্রে। আমরা এই বিষয়ে কথা বলব। ইউএনকে জানাব আমাদের কথা। তারা যেন দলগুলোকে পাঠায়। নারী বিশ্বকাপ বাংলাদেশে রাখার ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টার (ড. মুহম্মদ ইউনূস) সঙ্গেও বসব। তিনি ক্রীড়াপ্রেমী। আশা করি একটা সমাধান বের হবে।’
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দশ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা। তবে, চলমান পরিস্থিতিতে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন সেটি নিয়ে। আসিফ মাহমুদ নিজেও জানিয়েছিলেন, নিরাপত্তা সংকট থাকার বিষয়টি। তবে, বিশ্বকাপ বাংলাদেশেই আয়োজন করার ব্যাপারে তিনি আশাবাদী।