সিটি ছেড়ে নতুন ঠিকানায় আর্জেন্টাইন তারকা
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন জুলিয়ান আলভারেজ। জাতীয় দলের পাশাপাশি ক্লাবেও দারুণ সময় কেটেছে তার। ম্যানচেস্টার সিটির জার্সিতে জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। দুই বছরের যাত্রা শেষে ইংলিশ ক্লাব ম্যানসিটির সঙ্গে সম্পর্ক শেষ করেছেন আলভারেজ। নতুন ঠিকানা স্পেনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ।
২৪ বছর বয়সী এই তারকা ছয় বছরের চুক্তিতে পাড়ি জমান অ্যাথলেটিকো মাদ্রিদে। তাকে নিতে দলটিকে গুণতে হয়েছে ৮২ মিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ পর্যন্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। আলভারেজকে শুভকামনা জানিয়ে অ্যাথলেটিকো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘সব নায়করা ক্যাপ পরে না। কেউ কেউ ১৯ নম্বর জার্সি পরে।’ অ্যাথলেটিকোয় ১৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন আলভারেজ।
ম্যানসিটিতে দুই মৌসুমে ক্লাবটির অন্যতম একজন হয়ে ছিলেন আলভারেজ। এ সময় সিটিজেনদের জার্সিতে ১০৩ ম্যাচে মাঠে নামেন তিনি। গোল করেন ৩৬টি, অ্যাসিস্ট ১৭। ক্লাবে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন, তা বোঝা যায় একটি তথ্যে। ম্যানসিটির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যমতে, গত দুই মৌসুমে সিটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৮০টি কর্ণার কিক নেন আলভারেজ।
ইতোমধ্যে অ্যাথলেটিকোতে মেডিকেল সম্পন্ন করেছেন আলভারেজ। অন্যদিকে, তাকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে বিদায় ও শুভকামনা জানিয়েছে তার সাবেক ক্লাব ম্যানসিটি।