কোথায় আছেন পাপন? যা জানালেন সুজন
গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ তৈরি হওয়া উদ্ভূত এ পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বাদ যাননি ক্রীড়াঙ্গনের মানুষেরাও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও রয়েছেন আত্মগোপনে। কোথায় আছেন বোর্ড সভাপতি, সেই প্রসঙ্গে এবার কথা বললেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিসিবির অন্যতম এই পরিচালক আবাহনী ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে পাপনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সুজন বলেন, ‘না, উনার সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে বিভিন্ন বিষয়ে কথা বলতে হবে।’
নিরাপত্তা ইস্যুতে দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা। তবে, সুজন মনে করেন পাপনের অনুপস্থিতিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুজন বলেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনও উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়ে। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটাও তারা সিদ্ধান্ত নেবে।’
বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন দায়িত্ব নেন ২০১২ সালে। আইসিসির বাধ্যবাধকতার কারণে ২০১৩ সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে। এরপর আরও দুটি নির্বাচনে নির্বাচিত হয়ে এখনও পাপনই বিসিবি সভাপতি। দেশের ক্রিকেটকে প্রায় একযুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন তিনি।