এমবাপ্পের আগমন, রিয়ালের হয়ে পেনাল্টি নেবেন কে?
গত মাসে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মাসখানেক পার হলেও এখনো রিয়ালের জার্সিতে অভিষেক হয়নি এই তারকা ফুটবলারের। আজ রাতেই সেই প্রতীক্ষার অবসান হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে সুপার কাপের ফাইনালে দেখা যেতে পারে এমবাপ্পেকে।
জাতীয় দলের জার্সিতে বেশিরভাগ সময়ই পেনাল্টি নিয়ে থাকেন কিলিয়ান এমবাপ্পে। তবে, রিয়াল মাদ্রিদে এত এত তারকার ভিড়ে সেই সুযোগ পাবেন কি, এমন প্রশ্নে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পে পেনাল্টি নেয়। এটা ভালোমতোই সে পারে, কিন্তু বেলিংহ্যাম ইউরোতে ভালো করেছে। কোপা আমেরিকাতে ভালভার্দেও দুর্দান্ত ছিল। তাই আমাদের পেনাল্টি টেকারের সংখ্যা অনেক। ম্যাচের জন্য তাদের থেকেই কাউকে বেছে নিতে হবে। তবে শুরুর একাদশে খেলবে এমন কাউকেই বেছে নেব আমি।’
২৫ বছর বয়সী এমবাপ্পে গত সপ্তাহেই মাদ্রিদে পা রেখেছেন। জুনে ফ্রি এজেন্ট হিসেবে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। তাকে সুপার কাপের ফাইনালে দেখা যাবে কি, এই প্রসঙ্গে আনচেলত্তির ভাষ্য, ‘এমবাপ্পে অন্যান্য খেলোয়াড়দের মতো গত সপ্তাহেই যোগ দিয়েছে। সে দলের সঙ্গে ভালো মতো মানিয়ে নিচ্ছে। আর এখানে সবাই যারা আছে, তারা অবশ্যই কালকের ম্যাচে খেলতে পারে।’
উল্লেখ্য, সুপার কাপে এপর্যন্ত পাঁচটি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক শিরোপা বার্সেলোনা, এসি মিলানেরও। সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও রয়েছে স্প্যানিশ জায়ান্টদের। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।