দায়িত্ব পালনের সময় এসেছে : শরিফুল
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনের এক দফা—ক্রিকেটার শরিফুল ইসলাম সরব ছিলেন শুরু থেকে। অনেক তারকা যেখানে পিঠ বাঁচিয়েছেন, শরিফুল তুলেছেন আওয়াজ। কখনও সরাসরি পোস্ট দিয়ে, কখনও প্রতীকী ছবি দিয়ে প্রকাশ করেন একাত্মতা।
সব ছাপিয়ে শরিফুলের পরিচয় তিনি একজন ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলের এই পেসার এখন পাকিস্তানে। দেশটির বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে শরিফুল জানালেন, জাতীয় দলে তার দায়িত্বের কথা।
বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে দারুণ ছন্দে আছেন পেসাররা। শরিফুল নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। তার কাঁধে তাই বড় দায়িত্ব। সেটি মনে করিয়ে দিলেন তিনি নিজেও। অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শরিফুল। হাসিমুখের সেই ছবিতে লেখেন, ‘সময়টা এখন জাতীয় দাযিত্ব পালন করার।’ নিচে হ্যাশট্যাগ দিয়ে বুঝিয়ে দিলেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কথা।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট। এর আগে লাহোরে আজ বুধবার (১৪ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে আসা বিতর্কিত অলরাউন্ডার সাকিব আল হাসান।