বোর্ড চাইলে পদত্যাগে আপত্তি নেই হাথুরুসিংহের
নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি হয়েছেন, সেটি সবার জানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ ১২ বছরের শাসন শেষ হচ্ছে তার। পাপনের অধীনে বাংলাদেশের কোচ হিসেবে দুই দফায় কাজ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এখনও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ তিনি। তাকে নিয়ে আছে নানা বিতর্ক।
বিসিবির সম্ভাব্য সভাপতি হিসেবে শোনা যাচ্ছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের কথা। হাথুরুসিংহে কোচ থাকাকালে ২০১৬ সালে পদত্যাগ করেন তিনি। ফারুক সভাপতি হলে হাথুরুসিংহের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করছেন অনেকে। সেজন্য মানসিকভাবে প্রস্তুতও আছেন লঙ্কান কোচ।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল বুধবার (২১ আগস্ট)। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। সেখানে তিনি জানান, বোর্ড যদি নতুন কাউকে চায়, তাহলে তার আপত্তি নেই।
হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশে কী চলছে, আমার পুরো ধারণা নেই। আমার ভবিষ্যৎ নিয়ে যদি বলি, আমি একটা চুক্তিতে আছি। সেটি শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে চাইব। তবে বোর্ড যদি নতুনদের নিয়ে কাজ করতে চায়, এগোতে চায়, আমার তাহলে আপত্তি নেই। আপাতত, যতদিন আছি কাজ করে যেতে চাই।’
২০২৩ সালে হাথুরুসিংহের সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তি করে বাংলাদেশ। দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৫ এর ফেব্রুয়ারিতে।