খেলোয়াড়রা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি : শান্ত
পাকিস্তান সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভিন্ন ফরম্যাট দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ দল। নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ক্রিকেটাররা, এমনটিই মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, খেলোয়াড়রা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শান্ত বলেন, ‘ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ। তবে, সেটি নিয়ে ভাবছি না। আমাদের দলের প্রায় সবাই ফিট। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে তৈরি আছে। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে সবাই।’
পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। যদিও, তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক। পুরোনোকে পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় শান্তর কণ্ঠে।
শান্ত বলেন, ‘রেকর্ড তো ভাঙা যায়। জানি, কাজটি সহজ হবে না। তবে আমি বিশ্বাস করি, এবার নতুন কিছু সম্ভব হবে। আমাদের খেলোয়াড় সবাই খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। সবাই মিলে মাঠে বিশেষ কিছু অর্জন করা কঠিন নয়।’
এর আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘রাওয়ালপিন্ডির যে পিচ দেখলাম, তাতে মনে হচ্ছে আমাদের পেসাররা ভালো সুবিধা পাবে। দলে দারুণ সব পেসার আছেন। তারা নিজেদের প্রস্তুত করেছেন। শুধু পেসাররা নন, আমার মনে হয় স্পিনাররাও নিজেদের মেলে ধরতে তৈরি। অলরাউন্ডার হিসেবে সাকিব, মিরাজদের কাছে প্রত্যাশা থাকে। তারাও ভালো করবেন বলে আমি মনে করি।’