বসে থাকার সুযোগ নেই, বন্যার্তদের পাশে হৃদয়
স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। প্রবল দুঃসময় পার করছে দেশের মানুষ। ভারী বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা পানিতে বন্যার কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন জেলার মানুষ।
ইতোমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। যার যার জায়গা থেকে এগিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় বসে নেই এমন পরিস্থিতিতে। নিজে যেতে না পারলেও ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছেন বন্ধুদের। এমন অসহায় অবস্থা ঝড় তুলেছে হৃদয়ের মনেও।
সামাজিক মাধ্যমে আজ বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছেন হৃদয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে আহ্বান জানিয়েছেন বন্যার্তদের পাশে থাকার। তিনি জানিয়েছেন, এ দেশের মানুষ সংগ্রাম করতে জানে। এবারও মহান সৃষ্টিকর্তা রক্ষা করবেন সবাইকে।
হৃদয় লেখেন— ‘কী লিখব? কী লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে, আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’
হৃদয় আরও যোগ করেন, ‘আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’