অসহায় হয়ে বন্যার্তদের জন্য দোয়া চাইলেন সোহান
গোল গোল চোখে ভয়াল চাহনি। থুতনি পর্যন্ত ডুবে আছে। চারপাশে পানিতে থইথই। দেখে মনে হয়, ঠান্ডায় কাঁপছিল। অথচ নিষ্পাপ শিশুটি জানে না, কী ঘটছে! স্থিরচিত্রে চোখ রাখলে স্থির থাকা কঠিন। সামাজিক মাধ্যমে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে ঘুরছে এমন একটি সাদাকালো ছবি। কারও কারও মতে ছবিটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে। তবু, এটি যেন হয়ে দাঁড়িয়েছে চলমান বন্যার অসহায়ত্বের প্রতীকী ছবি!
স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। পানিতে প্রায় তলিয়ে গেছে অনেক জেলা। প্রবল দুঃসময় পার করছে দেশের মানুষ। ভারী বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা পানিতে বন্যার কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন জেলার মানুষ। এর মধ্যে ছবিটি যেন মন ভারী করে দিয়েছে সবার।
বিষাদের এমন করুণ অবতার পাষাণ হৃদয়কেও থমকে দেবে। ক্রিকেটার নুরুর হাসান সোহান পাষাণ নন। মানুষের জন্য কাঁদে তার মন। দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির সঙ্গে এমন ছবি—নাড়িয়ে দিয়েছে সোহানকে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন অসহায়ত্বের কথা।
সোহান লেখেন, ‘এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’
এর আগে একই ছবি দিয়ে আজ সকালে পোস্ট করেছিলেন আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয়। তিনিও প্রকাশ করেন নিজের অসহায়ত্ব। হৃদয় লেখেন— ‘কী লিখব? কী লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে, আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’