ত্রাণ নিয়ে বন্যার্তদের দোরগোড়ায় যুব ক্রিকেটাররা
স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা বেশি নাজুক। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৬ লাখ মানুষ। বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে ক্রিকেটারদেরও। নৌকায় করে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন রাব্বি-জিসানদের মতো যুব ক্রিকেটাররা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় যুব ক্রিকেটার জিসান আলম ও মাহফুজুর রহমান রাব্বি নৌকায় করে কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এসময় জিসানকে বলতে শোনা যায়, ‘আপনারা কেউ আছেন বাসায়, আমরা আপনাদের বাড়ির মেহমান হিসেবে এসেছি।’ বন্যাদুর্গতদের মধ্যে একজন বলেন, ‘আপনারা (জিসান ও রাব্বি) আমাদের দেশের অহংকার। তোমাদের মতো ছেলেরা যে এই কাজে আসবে, সেটা আমরা কখনও ভাবিনি।’
জানা গেছে, মোট ৫০০ পরিবারের জন্য খাবার নিয়ে এই দুই ক্রিকেটার ছুটে এসেছেন বন্যাকবলিত এলাকায়। এই দুই তরুণ কুমিল্লায় গেলেও এমন উদ্যোগে পাশে ছিল রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা।
এসময় জিসান বলেন, ‘আমাদের এই উদ্যোগে প্রায় সবাই ছিল। যারা এইচপিতে ছিল তাদের সবাই কিছু না কিছু দিয়ে আমাদের পাশে ছিল। বিশেষ করে আমার বন্ধুরা ছাড়াও যারা বড়ভাই আছেন, তারা অনেক সহায়তা করেছেন ‘
আরেক ক্রিকেটার রাব্বি বলেন, ‘এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। কারণ বন্যার্তরা ত্রাণ পেয়ে অনেক খুশি হয়েছে। এমন বিপদের মুহুর্তেও তারা আমাদের যেভাবে আপ্যায়ন করেছে, সেটা বড় প্রাপ্তি আমাদের জন্য।’
এদিকে, বন্যার্তদের পাশে দাঁড়াতে ৩ হাজার প্যাকেট ত্রাণ পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সোমবার (২৬ আগস্ট) বিসিবি থেকে ত্রাণসহ দুটি পিকআপ ভ্যান বন্যাকবলিত অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় তা বিতরণ করা হবে।