সর্বকালের সেরা ওয়ানডে একাদশে যাদের রাখলেন সাকিব
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বেশ ভালো ভূমিকা ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের। যদিও মাঠের বাইরের নানা ইস্যুতে বেশ চাপেই রয়েছেন তিনি। এমন অবস্থায় পাকিস্তান সফরে ব্যস্ত সময় পার করছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট স্পোর্টসকিডার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সাকিব নিজের পছন্দে ওডিআই একাদশের নাম জানান। ওই ভিডিওতে সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বেছে নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
সাকিবের বাছাইকৃত দলে ওপেনিংয়ের দায়িত্বে আছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ার।
টপঅর্ডারের আরেক ব্যাটার ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। তার সঙ্গে আছেন ভারতীয় আরেক কিংবদন্তি ও বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। মিডলঅর্ডারের দায়িত্ব পড়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ওপর। এই দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। যিনি এই দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন লঙ্কান কিংবদন্তি তারকা মুত্তিয়া মুরালিধরন। আছেন সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। পেসার হিসেবে আছেন পাকিস্তানি তারকা ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাকগ্রা।
এক নজরে সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ : শচীন টেন্ডুলকার (ভারত), সাঈদ আনোয়ার (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), বিরাট কোহিল (ভারত), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।