সাকিবের ভবিষ্যৎ নিয়ে আশার খবর দিলেন বিসিবিপ্রধান
ক্রিকেট মাঠে বহু অর্জন আছে সাকিব আল হাসানের। দেশের জার্সিতে একের পর এক গেঁথেছেন রেকর্ডের মালা। সেই সাকিব আবার মাঠ ও মাঠের বাইরে সমালোচিতও হয়েছেন বারবার। ক্যারিয়ারে খারাপ সময়ও পার করেছেন অনেকবার। তবে, সবকিছুকে ছাপিয়ে গেছেন এবার। এবার তাকে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত করা হয়েছে।
হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে। সবমিলিয়ে পাকিস্তান সফরে থাকা সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ দুলছিল।
মামলার পর সাকিবের ক্রিকেট খেলা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাশে দাঁড়িয়েছে। সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত দেশসেরা অলরাউন্ডারকে খেলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর দেশে ফিরছেন না সাকিব। ইসলামাবাদ থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেট ক্লাব সারের হয়ে ম্যাচ খেলার কথা রয়েছে সাকিবের। কাউন্টি খেলে জাতীয় দলের সাথে ভারত সফরে যোগ দেবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন বোর্ডপ্রধান আসার আগেই সাকিবকে কাউন্টি খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। কাউন্টি খেলার জন্য আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। এরপর যোগ দেবেন ভারতে।
বিসিবিপ্রধান বলেছেন, 'তাকে এনওসি (কাউন্টিতে খেলতে অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এটা আমি বোর্ডে আসার আগেই দেওয়া হয়েছে এনওসি। ভারত সিরিজ বাইরে থেকেই খেলবে সে, সিরিজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত হবে।'
সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে যখন শঙ্কা জেগেছে তখন বোর্ডপ্রধান তাকে জাতীয় দলের জার্সিতে তাকে পুরো আসরে পাওয়ার খবর দিয়েছেন। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সেটা আপনারা জেনেছেন আশাকরি। দেশের হয়ে সে আপাতত খেলা চালিয়ে যাবে। আমরা তাকে ভারত সিরিজেও চাই। সে সেখানেও খেলবে। তার বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় সে খেলবে। আমরা উকিল নোটিশের জবাবে এটাও বলেছি।’