এবার পরিত্যক্ত পাকিস্তানের বিপক্ষে ‘এ’ দলের ম্যাচ
পাকিস্তানের সঙ্গে দুটি সিরিজে একই সময়ে খেলছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের টেস্ট সিরিজ চলমান। অন্যদিকে, ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
ভারী বৃষ্টিপাতের কারণে পরিত্যক্ত হয়েছে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন। বৃষ্টিতে ভেসে গেছে ইসলামাবাদের ওয়ানডে ম্যাচও। ইসলামাবাদ ক্রিকেট গ্রাউন্ডে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনসের মধ্যকার তৃতীয় ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান শাহিনস।
সিরিজের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। প্রথম ম্যাচ হেরে যাওয়া তাওহিদ আফ্রিদির দলের তাই আর ঘুরে দাঁড়ানো হয়নি। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৩৬ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। পরে উসমান খানের ঝড়ে ২৭.২ ওভারে আট উইকেট হাতে রেখে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিক শাহিনস।
এর আগে দুই দলের চার দিনের দুটি টেস্ট খেলার কথা ছিল। সেখানেও হানা দেয় বৃষ্টি। দুই ম্যাচ মিলিয়েও পুরো চার দিন খেলা সম্ভব হয়নি। স্বভাবতই ফল আসেনি কোনো ম্যাচে। টেস্ট সিরিজের ট্রফি ভাগাভাগি করে নেয় দুই দল।