জয় ছাড়া বিকল্প ভাবছে না বাংলাদেশ
ভুটানের বিপক্ষে প্রথম পরীক্ষায় উতরে গেছে বাংলাদেশ। ভুটানের কঠিন কন্ডিশনের সঙ্গে পাল্লা দিয়ে স্বাগতিকদের বিপক্ষে তুলে নিয়েছে স্বস্তির জয়। এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের চিত্র আঁকছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না লাল-সবুজের দল। দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমকে তেমনটাই জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচটিতে বাংলাদেশের জয়ের নায়ক শেখ মোরসালিন। তার একমাত্র গোলেই ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।
এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষা। তার আগে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তপু বর্মন বলেছেন, ‘আমাদের যে লক্ষ্য ছিল, কোচের যে দর্শন ছিল এবং আমাদের টিম ওয়ার্ক ভালো ছিল যেটা আমরা প্রয়োগ করতে পেরেছি। দেখুন, আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা সবচেয়ে বেশি উপকার পেয়েছি এখানে সাত দিন আগে আসায়। আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছি। পরিকল্পনা মোতাবেক খেলতে পেরেছি। আমাদের কালকের ম্যাচটা যদি দেখেন, আমরা কোনো তাড়াহুড়ো করিনি। আমার মনে হয়, কাল আমাদের জয়ের জন্য এটা বড় ভূমিকা রেখেছিল।’
দ্বিতীয় প্রীতি ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখার আশ্বাস দিয়ে তপু বলেন, ‘এখন আমাদের জয় ছাড়া কোনো বিকল্প নেই। এরই মধ্যে এখানে আমরা মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচ কঠিন ছিল, এরই মধ্যে সেটা জিতেছি। মানসিকভাবে আমরা এখন চাঙ্গা। প্রতিটি খেলোয়াড় আত্মবিশ্বাসী। এটা পরের ম্যাচের জন্য জরুরি। আমার মনে হয়, আমরা যদি একই কাজ করতে পারি, একই নিবেদন নিয়ে মাঠে নামি, তাহলে নিশ্চিতভাবেই আমরা জিতব।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে খুব বেশি এগিয়ে নেই ভুটান। তালিকায় তাদের অবস্থান ১৮২, বাংলাদেশের ১৮৪। তবে, স্বাগতিক হওয়ায় কিছুটা এগিয়ে ছিল ভুটান। এ ছাড়া, তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের ফুটবলাররা। তবে, মাঠের খেলায় এসব বুঝতে দেননি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা।