মেসির ওপর নির্ভরশীলতা কমানোর বার্তা স্কালোনির
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়! লিওনেল মেসি নামক ফুটবল আকাশের মহাতারকার পতন হয়নি বটে, তবে দিনে দিনে নিজের ছায়া হচ্ছেন মেসি। আকাশজুড়ে যেন ঘোর অমানিশা। মেসি কোথাও নেই। না ক্লাবে, না জাতীয় দলে। অথচ এক বছর আগেও যা ছিল ভাবনাতীত।
প্রায় দেড় বছরের বেশি সময় ধরে চোটের সঙ্গে লড়াই করছেন মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে চোটের কারণে মাঠ ছাড়েন খেলা শেষের আগেই, এরপর আর নামা হয়নি। মেসির ক্লাব ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো অবশ্য আশাবোদী, আগামী সপ্তাহে তিনি মাঠে ফিরবেন।
চোটের কারণেই মেসি মিস করছেন চলমান বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচ দুটি। কোচ লিওনেল স্কালোনিও তাকে ছাড়া সাজাচ্ছেন দল। আগামীর পরিকল্পনাতেও যে মেসিকে ছাড়া ভাবতে শিখতে হবে, তা অকপটে জানালেন আলবিসেলেস্তে বস। গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন মতে স্কালোনি জানান, কঠিন হলেও সামনের দিনগুলোতেও মেসিকে ছাড়া আমাদের পরিকল্পনা সাজাতে হবে।
স্কালোনি বলেন, ‘এটি আসলে অনেক কঠিন যে মেসির মতো একজনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। সে সম্পূর্ণ ভিন্ন একজন খেলোয়াড়। কিন্তু, এই দলের একটি ভাবনা আছে, যাতে কে খেলছে সেটি মূখ্য নয়। সবাই একইভাবে দলকে সাহায্য করে। দলের জন্য খেলে। যখন মেসি থাকে না, তখনও আমরা খেলি। তবে, আশাকরি মেসি শীঘ্রই খেলা শুরু করবে।’