অবশেষে মেসির মাঠে ফেরার সময় জানাল ইন্টার মায়ামি
চোটের কারণে গত জুলাই কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ খেলতে দেখা গিয়েছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। এরপর লম্বা সময়ের জন্য ছিটকে যান মাঠের বাইরে। এর ফলে নামা হয়নি ইন্টার মায়ামির জার্সিতেও। ভক্তদের জন্য সুখবর, অবশেষে মাঠে ফিরছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মেসির মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি। আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে খেলবে মেসি। এই বিষয়ে বার্তাসংস্থা এএফপিকে এক সাক্ষাৎকার দিয়েছেন মায়ামি কোচ টাটা মার্টিনো।
মেসির ফেরা বিষয়ে মায়ামি কোচ বলেন, ‘মেসি ঠিক আছে, আগামী ম্যাচের জন্য সে অ্যাভেইলেবল। দলীয় অনুশীলন শেষে তার সঙ্গে আমাদের কৌশল নিয়ে কথা বলব। দুই মাস সে থেমে ছিল, তবে সে এখন সম্পূর্ণভাবে মাঠে ফিরতে প্রস্তুত। এই সময়টা সম্ভবত তার মনে গেঁথে থাকবে, মনে হতো যদি আমি শিকাগোতে খেলতে পারতাম। কিন্তু সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত ১৫ দিন নিজের মতো অনুশীলন করেছে সে।’
ইস্টার্ন কনফারেন্সে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি সব মিলিয়ে মেজর লিগ সকারে তারা শীর্ষে রয়েছে। মেসি ফেরায় স্বাভাবিকভাবেই নিজেদের সেই পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবে ফ্লোরিডার ক্লাবটি। লিগস কাপের শিরোপা হাতছাড়া করা দলটি এমএলএসে বাজিমাত করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।