অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক। মাঠে নামলেই যেন নতুন রেকর্ড গড়েন তিনি। সামনে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। সেই সিরিজের আগে ফের আলোচনায় সাকিব। এবার নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করার সুযোগ এই ৩৭ বছর বয়সী ক্রিকেটারের।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম। মাঠে খেলায় নৈপুণ্য দেখিয়ে ক্রিকেট বিশ্বে সমীহ আদায় করেছেন, বাধ্য করেছেন বাংলাদেশকে সমীহ করতে। ক্রিকেট খেলা টিমওয়ার্ক হলেও একক নৈপুণ্যে তিনি অনেক ম্যাচই জিতিয়েছেন। এবার অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই বাঁহাতি অলরাউন্ডার।
সাদা পোশাকে সাকিব আল হাসানের কীর্তি কম নয়। এবার চার হাজার রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার সুযোগ সাকিবের। যদি এমনটা করতে পারেন, তাহলে সাকিব যুক্ত হবেন এমন এক এলিট ক্লাবে; যেখানে আছেন কেবল চার ক্রিকেটার। আর তারা হলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।
চার হাজার রানের কোটা আগেই পূরণ করে ফেললেও বল হাতে ২৫০ উইকেটের গণ্ডি পেরোতে সাকিবের প্রয়োজন ৮ উইকেট। যা আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেই স্পর্শ করার সুযোগ রয়েছে সাকিবের। এখন পর্যন্ত ৬৯ টেস্ট খেলা সাকিব ব্যাট হাতে রান করেছেন ৪ হাজার ৫৪৩ রান।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্ট খেলে ১৩ হাজার ২৮৯ রান করেন এবং ২৯২টি উইকেট নেন। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ১৩১টি টেস্টে ৫ হাজার ২৪৮ রান করার পাশাপাশি ৪৩৪টি উইকেট নিয়েছেন। ইংলিশ ক্রিকেটার ইয়ান বোথাম ১০২টি টেস্ট খেলে করেছেন ৫ হাজার ২০০ রান। নিয়েছেন ৩৮৩টি উইকেট। আর নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ভেট্টরি ১১৩টি টেস্ট খেলে ৪ হাজার ৫৩১ রান করার পাশাপাশি নেন ৩৬২টি উইকেট।