মাঠে নিজের আচরণ সম্পর্কে গম্ভীরকে যা বললেন কোহলি
একটা সময় দুজন সতীর্থ ছিলেন। কাঁধে কাঁধ রেখে ভারতকে জিতিয়েছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। গৌতম গম্ভীর ও বিরাট কোহলি এখন সতীর্থ নন, গুরু-শিষ্য। ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব গম্ভীরের কাছে। সেই দলের প্রাণভোমরা কোহলি। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট শুরুর আগে দুজনের বিশেষ একটি সাক্ষাৎকার ছেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গম্ভীর-কোহলির সম্পর্কে তিক্ততা ছিল দীর্ঘদিন। সেটি কাটিয়ে উঠেছেন দুজন। জাতীয় দলে যে একজনকে ছাড়া অপরজনের চলবে না। বিসিসিআই টিভিতে প্রচারিত সাক্ষাৎকারেও বেশ হাসিখুশি দেখা গেছে তাদের। সেখানে গম্ভীরের করা এক প্রশ্নের জবাবে কোহলি জানান, পরিস্থিতির দাবি মেনে খেলেন তিনি।
সাক্ষাৎকারে কোহলি জানান, তিনি পরিস্থিতির দাবি মেনে খেলেন। ক্রিজে আসার পর সময় তার কাছে যা চায়, সেভাবেই তিনি আচরণ করেন। আগ্রাসী হওয়ার অবস্থা থাকলে আগ্রাসনের চূড়ান্ত পর্যায়ে থাকেন, শান্ত থাকতে হলে নিজেকে ঠান্ডা মাথায় মানিয়ে নেন।
কোহলি বলেন, ‘আমার কাছে ফলাফল সবার আগে গুরুত্ব পায়। সেটি করতে হলে পরিস্থিতি যেমন থাকে, সেভাবে আচরণ করি। যদি মনে হয় সেই সময়টায় আগ্রাসী খেলতে হবে, আমি তা-ই করি। যদি রান চায়, রান তুলি। মাঠে শট খেলি।’
কোহলি আরও যোগ করেন, ‘যদি প্রয়োজন হয় তিন ঘণ্টা ধরে বল ছেড়ে খেলতে হবে, আমি ছেড়ে দিই। আপনি যদি জয়ের তীব্র ক্ষুধা অনুভব না করেন, তাহলে কখনোই পরিস্থিতির দাবি মেনে খেলতে পারবেন না।’