আর্জেন্টিনার দাবাড়ুকে হারালেন রানী হামিদ
হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে জয় পেয়েছেন ৮২ বছর বয়সী দাবারু সিলেটের রানী হামিদ। অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ছয় ম্যাচ খেলে সবকটিই জিতেছেন তিনি, যার মধ্যে টানা পাঁচটি। নারী বিভাগে শক্তিশালী আর্জেন্টিনার কাছে ১-৩ পয়েন্টে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের হয়ে একমাত্র ম্যাচ জিতেছেন রানী হামিদ। তিনি হারিয়েছেন আর্জেন্টিনার আন্তর্জাতিক নারী মাস্টার মারিয়া বেলেনকে।
আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দলের মধ্যে ৪৩তম। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, লেবাননকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়ে উন্মুক্ত বিভাগে ১৯৭টি দলের মধ্যে ৭৫তম স্থান নিয়াজ- রাজীবদের।
অন্যদিকে, কিশোর মনন রেজা নীড় ইসরায়েলের প্রতিযোগীকে আগের দিন হারানোর পর শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার দাবাড়–র সঙ্গে ড্র করেছেন। সব মিলিয়ে ১০ গেমে অংশ নিয়ে ৪টি জয় ও তিনটি ড্র করেছেন তিনি। হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগের দশম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় গেম বয়কট করেন এনামুল হোসেন রাজীব। খেলেননি নিয়াজ মোর্শেদও। তাই তিন বোর্ডে খেলতে নামেন তিন কিশোর মনন রেজা নীড়া, ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া।