মৌসুম শেষ রদ্রির, দুশ্চিন্তায় ম্যানসিটি
বড় দুঃসংবাদ পেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আর্সেনালের বিপক্ষে নাটকীয় ড্রয়ের দিনে গুরুতর চোটে মাঠ ছাড়তে বাধ্য হন দলটির মিডফিল্ডার রদ্রি। ডান হাঁটুতে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। এই চোটের কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন এই ফুটবলার।
ইতিহাদে প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটির ২-২ গোলের ড্র ম্যাচের ২১তম মিনিটে থমাস পার্টির সঙ্গে বল দখলের লড়াইয়ে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রি। চোট যে এতোটা গুরুতর তা বোঝা যায়নি।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, এসিএলের এই চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই এই স্প্যানিশ মিডফিল্ডারের। এসিএল ইনজুরি থেকে সেরে উঠতে আনুমানিক সাত থেকে আট মাসেরও বেশি সময় প্রয়োজন হয়। এরপর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারও থাকে। যদিও এই বিষয়ে খোলসা করে এখনও কিছু জানায়নি ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ।
গত সপ্তাহে রদ্রি সতর্ক করে বলেছিলেন, ঠাসা সূচিতে খেলোয়াড়েরা ধর্মঘটে যেতে পারে। গত মৌসুমে সিটি ও স্পেনের হয়ে মোট ৬৩ ম্যাচ খেলেন ২৮ বছর বয়সী রদ্রি, সময়ের হিসাবে যা ৫০০০ মিনিটের বেশি। কিন্তু এরপরেই তাকে পড়তে হয়েছে চোটে। এর আগে ইউরো ফাইনালও পুরো খেলতে পারেননি এই তারকা। স্পেনকে রেকর্ড ইউরো শিরোপা এনে দিতে দুর্দান্ত ভূমিকা রাখা রদ্রি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। ব্যালন ডি’অরের জন্যও ফেভারিট বিবেচনা করা হচ্ছে তাকে। তার চোট নিঃসন্দেহে ম্যানসিটির জন্য বড় ধাক্কা।