কানপুর টেস্টে বৃষ্টির চোখরাঙানি, খেলা হবে তো?
চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্তদের। তবে, কানপুরে উইকেটের পাশাপাশি দুশ্চিন্তার বড় কারণ আবহাওয়া। এই টেস্টে রয়েছে বৃষ্টির জোরালো সম্ভাবনা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে একেবারে রোববার অবধি আছে বৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। রোববার সকালে বৃষ্টি থামার আভাস মিললেও, শুক্র ও শনিবার অর্থাৎ টেস্টের শুরুর দুইদিনই যথাক্রমে ৯৩ ও ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে কানপুরে।
গেল ৩০ বছরের জলবায়ু ডাটা অনুযায়ী, সারা বছর গড়ে ৪১.৪ দিন বৃষ্টি হয়ে থাকে কানপুরে। এর মধ্যে গড়ে ৬ দিনের মতো বৃষ্টি হয় সেপ্টেম্বরে। দুর্ভাগ্যক্রমে সেই ৬ দিনের ২ দিন হতে যাচ্ছে টেস্টের শুরুর দু’দিন। যা বেশ দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশ দলকে। কারণ সিরিজে যে পিছিয়ে রয়েছে চন্ডিক হাথুরুসিংহের শিষ্যরা।
অবশ্য বৃষ্টির সম্ভাবনার পরও পুরো টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে আশার কথাই শুনিয়েছেন উত্তর প্রদেশের ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল, ‘হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। নিষ্কাশনব্যবস্থাও এখানে ভালো। আশা করছি, পুরো খেলা হবে।’
বৃষ্টির পাশাপাশি উইকেট নিয়েও বেশ বিপাকে পড়তে হবে বাংলাদেশকে। চিপকে লাল মাটির উইকেটে খেললেও কানপুরে আর সেটা হচ্ছে না। শান্তদের এবার ভারতীয়রা রুখতে চায় নিজেদের খুব চেনা কালো মাটির উইকেটে। যেখানে রাজত্ব থাকবে না পেসারদের।