বেতন কমিয়ে আইপিএলে খেলবেন ধোনি?
আইপিএলের সঙ্গে খেলোয়াড় হিসেবে যদি সবচেয়ে বেশি জড়িয়ে থাকে কারও নাম, তিনি নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুল ধোনির অধীনেই পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। এ বছরের আইপিএলই খেলোয়াড় হিসেবে ধোনির সম্ভাব্য শেষ আসর ছিল। তবে, আবারও আলোচনায় তার অংশগ্রহণ।
ধোনি ২০২৫ সালের আইপিএলে অংশ নিতে পারবেন কি না, তা নির্ভর করছে নানা হিসাব-নিকাশের ওপর। পাঁচ বছরের বেশি কোনো খেলোয়াড় জাতীয় দলের বাইরে থাকলে তাকে খেলানো নিয়ে নিয়ম আছে আইপিএলে। হিসাব অনুযায়ী, ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ধোনি সামনের আইপিএলে আনক্যাপড (জাতীয় দলের বাইরে থাকা) খেলোয়াড় হিসেবে ছয় বছরে পড়বেন। সেক্ষেত্রে তাকে নিতে হলে বেতনের অঙ্ক অনেকটাই কমাতে হবে চেন্নাইকে।
ইএসপিএনক্রিকইনফোতে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পরের মৌসুমে, ধোনিকে যদি নিতে চায় চেন্নাই, তাহলে তার বেতন কমাতে হবে প্রায় এক-তৃতীয়াংশ। সর্বশেষ মৌসুমে চেন্নাইয়ে ধোনি খেলেছিলেন ১২ কোটি রুপির বিনিময়ে। আগামী বছর সেই অঙ্ক নেমে আসবে সর্বোচ্চ চার কোটিতে।
যদিও, ধোনির খেলার ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেনি চেন্নাই। এর আগে নিজের ফেরা প্রসঙ্গে ৪৩ বছর বয়সী ধোনি বলেন, ‘বিসিসিআই আর আইপিএলের মালিকরা বিভিন্ন ইস্যুতে বসেছে। নিয়মকানুন সংক্রান্ত বিষয় আছে। সেসব বিষয়ে কী সিদ্ধান্ত আসে, দেখা যাক। এখনও সময় আছে। সব ঠিকঠাক হলে, দল যদি আগ্রহ দেখায়, তখন আমার ব্যাপারটা (ফেরা) ভেবে দেখব।’