গোয়ালিয়রে শান্তদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে খেলার চেয়ে বেশি আলোচনা হিন্দু মহাসভার হুমকি নিয়ে। ইতোমধ্যে গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টির দিন হরতালের ডাক দিয়েছে তারা। সেদিন শহরটিতে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। হিন্দু মহাসভার সহসভাপতি ড. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা গোয়ালিয়রে ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না।
স্থানীয় প্রশাসন অবশ্য নিরাপত্তা জোরদার করেছে। এবার, জারি করেছে নিষেধাজ্ঞা। আগামী ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়রে কোনো প্রকার বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ করা যাবে না। এমনকি, অনলাইনেও করা যাবে না কোনো ধরনের প্রচার প্রচারণা। গোয়ালিয়রের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া দেওয়া হয়। আজ শুক্রবার (৪ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।
হিন্দু মহাসভা সিরিজ শুরুর আগ থেকেই নানা হুমকি দিয়ে আসছিল। এই সংগঠনের চাওয়া ছিল, সিরিজটি বাতিল করা হোক। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটি করেনি। ফলে, কানপুর টেস্টের আগে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ ও আগুন জ্বালিয়েছিল তারা। তবে, প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও স্কিন্দিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। ম্যাচকে সামনে রেখে স্থানীয় প্রশাসন এক হাজার ৬০০ পুলিশ মোতায়েন করেছে। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা অবলম্বন করছেন। ইতোমধ্যে ক্রিকেটারদের হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছে।