বিশ্বকাপ বাছাইয়ের আগে আর্জেন্টিনা দলে আবারও দুঃসংবাদ
চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে মেসির ফেরাটা দলের জন্য ভালো খবর। কিন্তু, স্কোয়াড ঘোষণা একদিনে মাথায় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ফুটবলার নিকোলাস গঞ্জালেস। খবর আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের হয়ে মাঠে নামনে গঞ্জালেস। লিপজিগের বিপক্ষে ম্যাচটিতে মাত্র ১২ মিনিটে চোট পান তিনি। গুরুতর হওয়ায় তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। গঞ্জালেসের চোটের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ডান পায়ের ঊরুতে পাওয়া চোট তাকে প্রায় এক মাসের জন্য ছিটকে দিয়েছে মাঠ থেকে।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য এখনও গঞ্জালেসের পরিবর্তে দলে নেননি কাউকে। মুন্দো আলবিসেলেস্তের খবর অনুযায়ী, ২৬ বছর বয়সী ফরোয়ার্ড গঞ্জালেসের পরিবর্তে দুজন খেলোয়াড়কে বিবেচনায় রেখেছেন স্কালোনি। একজন অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাঞ্জেল কোরেয়া, অপরজন এএস রোমায় খেলা মাতিয়াস সুলে। এদের যেকোনো একজনকে দেখা যেতে পারে স্কোয়াডে।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে। ১৬ অক্টোবর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বলিভিয়া। বাছাই পর্বে আট ম্যাচ খেলে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আট ম্যাচ খেলে ছয় জয় ও দুই হারে আর্জেন্টিনার পয়েন্ট ১৮।