বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ আজ
ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। পুরুষ দল হোক কিংবা নারী, উন্মাদনার মাত্রা কমে না। এই ম্যাচে চাপ থাকে দুদলের ওপরই। চাপ মাথায় নিয়ে আজ রোববার (৬ অক্টোবর) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
আসরে দুদলের শুরুটা হয়েছে ভিন্নভাবে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে ৩১ রানে হারায় পাকিস্তানের মেয়েরা। অন্যদিকে, পরাজয়ের তিক্ততা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয় ভারতের। নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি হারমানপ্রীত কৌরের দল। ৫৮ রানের বিশাল ব্যবধানে হার মানে তারা।
ভারতের ব্যাটিং লাইনআপ বরাবরই শক্তিশালী। যদিও, কিউইদের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল। পুরো ২০ ওভার টিকতে পারেনি, অলআউট হয় ১০২ রানে। সেই হিসেবে পাকিস্তানের সঙ্গে আজকের ম্যাচ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতের জন্য। পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইনআপ হতে পারে ভারতের জন্য হুমকি। বোলাররা শ্রীলঙ্কা ম্যাচে দেখিয়েছে নিজেদের শক্তি। ব্যাটিংয়ে ১১৬ রান তুলেও, অল্প পুঁজিতে লঙ্কানদের থামিয়ে দেয় পাক মেয়েরা। মাত্র ৮৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।
লড়াইটা যখন পাক-ভারত, সমীকরণ একপাশে রেখেই নামতে হয় মাঠে। ম্যাচটি কেবল একটি জয়ের জন্য নয়, উভয় দলই মাঠে নামে আরও কিছু অর্জনের আশায়। নিজেদের ঐতিহ্য, মর্যাদা ও অহংবোধ ধরে রাখার প্রচেষ্টা এই লড়াইয়ে এনেছে ভিন্ন আমেজ।