রোনালদোর গোলরথ থামছেই না!
ক্যারিয়ারের সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। এমন সময়েই ক্রিস্টিয়ানো রোনালদো দিয়ে যাচ্ছেন নিভু নিভু আলোর রোশনাই। ক্যারিয়ারে ৯০০ গোল করার পর সিআরসেভেন জানিয়েছিলেন, এক হাজার গোল দেখতে চান নামের পাশে। সেটি এখনও দূরের পথ হলেও, রোনালদোর গোল ক্ষুধা যেন মিটছেই না।
সৌদি প্রো লিগে সর্বশেষ ম্যাচে আল-ওরোবাহর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আল-নাসের। ম্যাচে দলের পক্ষে প্রথম গোলটি আসে রোনালদোর পা থেকে। আল-নাসের অধিনায়ক ১৭তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। বাকি দুটি গোল করেন সাদিও মানে।
আল-আওয়াল পার্কে রোনালদোর করা গোলটি ছিল তার ক্যারিয়ারের ৯০৫তম গোল। আল-নাসেরের জার্সিতে চলতি মৌসুমে সিআরসেভেনের টানা চতুর্থ ম্যাচে গোল পেলেন। এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে এই মৌসুমে ৯ ম্যাচে আট গোল করেন তিনি।
৯০০তম আন্তর্জাতিক গোলের পর থেকে রোনালদো যেন আরও ক্ষিপ্র। মাঠে নামলে গোল করাকে রুটিনে পরিণত করেছেন। যদিও, একবিংশ শতাব্দীর সর্বোচ্চ গোলদাতার কাছে এটি বরাবরই রুটিন ছিল। দলের প্রয়োজনে পর্তুগিজ মহারাজ জ্বলে ওঠেন নিয়মিত।
মাঠের বাইরে রোনালদোর অনুসারীর সংখ্যা তো সবারই জানা। অনলাইন দুনিয়ায় সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের অনুসারীই সবচেয়ে বেশি। ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স, ইউটিউবসহ আর কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে রোনালদোর অনুসারীর সংখ্যা গত মাসেই ছাড়িয়েছে ১০০ কোটি বা এক বিলিয়ন! অগণিত ভক্তের ভালোবাসাতেই কি না, ৪০ ছুঁই ছুঁই বয়সে এসেও রোনালদো ছুটছেন প্রতিপক্ষের জালকে গন্তব্য করে।