চমক দিল ভারত, বাংলাদেশ একাদশে যারা
টেস্টে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে সেরাটা দিতে মুখিয়ে শান্তরা। প্রতিপক্ষ ভারত বলেই সতর্ক বাংলাদেশ। কারণ সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সফরকারীদের। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সাকিব না থাকায় তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টসের আগেই জানা যায় যে ভারতের হয়ে অভিষেক হতে যাচ্ছে দুই তরুণের। একজন পেসার মায়াঙ্ক যাদব ও নিতীশ কুমার রেড্ডি। যা বাংলাদেশের জন্য বড় চমক বটে। এদিকে, সাবেক অধিনায়ক সাকিবকে ছাড়া এই ম্যাচে খেলতে হচ্ছে বাংলাদেশকে। সাকিববিহীন টি-টোয়েন্টি যুগের শুরুটা কেমন হবে, তা দেখতে সমর্থকরা। সাকিবের শূন্যতা পূরণ বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এছাড়াও পার্ট টাইম বোলার হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ছাব্বিশের লক্ষ্য স্থির করে চব্বিশে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ ছাব্বিশের লক্ষ্য স্থির করে চব্বিশে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য স্থির করে ২০২৪ এ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী ভারত। খেলাটি হবে এমন একটি মাঠে যেখানে ১৪ বছর ধরে হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। যার ফলে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে নতুন করে।
বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : অভিষেক শর্মা, সানজু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আর্শদীপ সিংহ।