বাংলাদেশে আসছেন নেইমার!
নেইমার হতে পারতেন সময়ের সবচেয়ে বড় তারকাদের একজন। তিনি হয়েছেনও বটে। তবে, যতটা এগিয়েছেন তারচেয়ে বেশি পিছিয়েছেন। চোটের কারণে ক্যারিয়ারের লম্বা সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। এতে অবশ্য ভক্তদের কাছে তার জনপ্রিয়তা কমেনি।
সোরা দুনিয়ার মতো বাংলাদেশেও নেইমারের ভক্ত অনুসারী কম নয়। বিশেষত, তিনি ব্রাজিলিয়ান হওয়ায় তার প্রতি আগ্রহ ও আকর্ষণ—দুটিই বেশি। এবার নেইমারকে সামনাসামনি দেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ। আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসতে পারেন নেইমার, এনটিভিকে এমনটিই নিশ্চিত করেছেন এই তারকার বন্ধু রবিন মিয়া।
এনটিভিকে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’
এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে। দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন।