কুককে ছাড়িয়ে চূড়ায় পৌঁছালেন রুট
চলছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার (৯ অক্টোবর) পাকিস্তানের মুলতান সাক্ষী হলো এক রেকর্ডের। ইংলিশ তারকা ব্যাটার জো রুট ছাড়িয়ে গেলেন দেশটির সাবেক কিংবদন্তি অ্যালিস্টার কুককে। টেস্ট ক্রিকেটে কুককে ছাড়িয়ে রুটই এখন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক।
সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিল রুটের রেকর্ড গড়ার বিষয়টি। কুকের চেয়ে মাত্র ৭০ রান পেছনে থেকে প্রথম টেস্ট শুরু করা রুট কখন তা ভাঙেন, সেটিই ছিল দেখার বিষয়। প্রথম ইনিংসেই সেই মাইলফলক স্পর্শ করেন ৩৪ বছর বয়সী রুট। সাবেক ইংলিশ অধিনায়ক কুকের করা ১২ হাজার ৪৭২ রান টপকে গেছেন রুট। পাশাপাশি জায়গা করে নিয়েছেন সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে।
এই রান করতে কুকের যেখানে লেগেছিল ১৬১ ম্যাচ, রুট সেটি টপকে গেছেন ১৪ ম্যাচ কম খেলে। মুলতান টেস্ট সাদা পোশাকে রুটের ১৪৭তম ম্যাচ। টেস্টের অন্যতম সেরা তারকা রুটের সেঞ্চুরি সংখ্যা ৩৪টি, হাফসেঞ্চুরি ৬৫ (প্রথম ইনিংসে শতরানের কাছেই আছেন রুট, সেটি হলে সংখ্যাটি বদলে হবে ৩৫-৬৪)। গড় ৫০.৯৪। ব্যক্তিগত সর্বোচ্চ ২৫৪ রান।
রুট যার রেকর্ড ভেঙেছেন সেই কুক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘যখন আমি অবসরে যাই, আমি বিশ্বাস করতাম আমার রেকর্ড ভাঙার সব সম্ভাবনাই আছে। রুটের আরও এগিয়ে যাওয়ার সুযোগ আছে। রান করার ক্ষুধা তার একই রকম থাকুক আমি এটিই চাই। রুটের এই অর্জনের পেছনে আমি বেন স্টোকসের অধিনায়কত্বের অবদানকে সামনে আনব। রুটকে সবভাবে সহায়তা করেছে সে।’