পাকিস্তানের ভরাডুবিতে শোয়েবের ক্ষোভ, চাইলেন দোয়া
একের পর এক পরাজয়ে রীতিমত বিধ্বস্ত পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে শেষ ১১ টেস্টে জয় নেই বাবরদের। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান করেও হারের লজ্জা পেয়েছে। এমন ধারাবাহিক ব্যর্থতায় নিজের হতাশা ঝেড়েছেন সাবেক তারক ক্রিকেটার শোয়েব আখতার।
পিটিভি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘যা করেছেন তার ফল পাবেন। দশকজুড়েই আমি অধঃপতন দেখছি। পরিস্থিতি হতাশার। হারতেই পারে, কিন্তু খেলাটা অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল। তবে গত দুই দিনে যা দেখেছি, তারা পুরোপুরিই আশা ছেড়ে দিয়েছে। এটাই দেখিয়ে দেয় আমাদের যথেষ্ট সামর্থ্য নেই। ইংল্যান্ড আমাদের সঙ্গে ৮০০–এর বেশি করে, বাংলাদেশও হারায়।’
শোয়েব আরও যোগ করেন, ‘সমর্থকেরা বলছে টেস্ট থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা উচিত। আমাদের খেলা উচিত নয়। পাকিস্তানকে নতুন করে দল গঠনের জন্য দুই বছর সময় দেওয়া হোক। এমন অনেক মন্তব্য আমার কাছে এসেছে। অনেক দল ভাবছে, এমনকি আইসিসি ভাবছে, পাকিস্তানে কি দল পাঠিয়ে তাদের টেস্ট স্ট্যাটাস বাঁচিয়ে রাখা উচিত কি না। এই হার আসলে হৃদয় ভেঙে দিয়েছে। এটা পাকিস্তান ক্রিকেট, সমর্থক ও আসন্ন প্রতিভার জন্য অনেক কষ্টের। পিসিবিকে অনুরোধ করছি বিশৃঙ্খলা ঠিক করতে। কোথায় আমরা আছি, কেন এখানে আছি। এখন শুধু দোয়াই করা যেতে পারে।’
উল্লেখ্য, মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান। টস জিতে প্রথম ইনিংসে দলটি ৫৫৬ রান করার পর এই ফল অভাবনীয়ই। এর আগে বাংলাদেশের বিপক্ষে আগের টেস্ট সিরিজেও দুই ম্যাচেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটশওয়াশ হয় শান মাসুদের দল।