সাজঘরে সূর্যকুমার-স্যামসন, ভারতের সংগ্রহ ছাড়াল ২০০
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিতীশের ব্যাটিং ঝড়ে স্কোরবোর্ডে ২২১ রান তুলেছিল ভারত। তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৫ ওভারে সেটি ছাড়িয়ে গেল ভারত। দুই ব্যাটার সানজু স্যামসন ও সূর্যকুমার যাদব ফিরলেও এরইমধ্যে রানপাহাড়ে স্বাগতিকরা।
স্যামসনের সেঞ্চুরি, রানপাহাড়ে ভারত
কে ভেবেছিল তৃতীয় টি-টোয়েন্টিতে এমন ব্যাটিং তাণ্ডব চালাবে ভারত। মাত্র ১২ ওভারে দলটি তার স্কোরবোর্ডে জড়ো করেছে ১৮০ রান। ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার সানজু স্যামসন। আরেক ব্যাটার যাদবও পূরণ করেছেন ফিফটির কোটা। সবমিলিয়ে বড় রানের পথে স্বাগতিকরা।
৪৩ বলে ১০০ রান, বড় সংগ্রহের পথে ভারত
আরও একটি ম্যাচে বড় হারের শঙ্কায় বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে প্রথম ৪৩ বলেই স্কোরবোর্ডে মাত্র এক উইকেট হারিয়ে ১০০ রান তোলে ভারত। দলীয় ২৩ রানের মাথায় অভিষেক শর্মাকে ফেরালেও পরের দুই ব্যাটার সানজু স্যামসন ও সূর্যকুমার যাদবের ব্যাটে রানপাহাড় গড়ার স্বপ্ন দেখছে স্বাগতিকরা। এরইমধ্যে ২২ বলে ফিফটি পূরণ করেছেন স্যামসন।
ভারতের উড়ন্ত শুরুতে তানজিম সাকিবের ধাক্কা
প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও সানজু স্যামসন। তবে, তৃতীয় ম্যাচে তাদের জুটি বড় হয়নি। দলীয় ২৩ রানের মাথায় তানজিম সাকিবের বলে পুল করতে গিয়ে শেখ মেহেদীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে।
একাদশে বাংলাদেশের দুই, ভারতের এক পরিবর্তন
রতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। সেই অর্থে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। তবে, মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ হওয়ায় জয় তুলতে মরিয়া নাজমুল শান্তর দল। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। বাংলাদেশ একাদশে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী। আর জাকির আলী অনিকের পরিবর্তে খেলছেন তানজিদ তামিম। আর ভারত নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় সুযোগ দিয়েছে নতুনদের। পেসার আর্শদীপের পরিবর্তে সুযোগ পেয়েছেন রবি বিষ্ণুই।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ
ভারতের পকেটে সিরিজ চলে গেছে আগেই। শেষ ম্যাচে তাই স্বাগতিকদের লক্ষ্য বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার, সেখানে সফরকারীদের চোখ অধরা জয়ের খোঁজে। অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ হওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ শেষটা রাঙিয়ে ভারত সফর শেষ করার। কাজটা যে কতটা কঠিন তা ভালোই জানা শান্তদের। তবুও হায়দরাবাদে দারুণ কিছুর প্রত্যয় নিয়ে মাঠে নামল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আজ শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ, হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ
হায়দরাবাদে আজ সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি জিতে অগ্রজ মাহমুদউল্লাকে বিদায়অর্ঘ্য দেয়ার পাশাপাশি হোয়াইটওয়াশ লজ্জা এড়িয়েই দেশের বিমান ধরতে চাইবেন নাজমুল হোসেন শান্তরা।