অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিতে ঢাকায় ফিল সিমন্স
বাংলাদেশ ক্রিকেটে যে চন্ডিকা হাথুরুসিংহ অধ্যায় শেষ হতে যাচ্ছে তার আঁচ মিলেছিল আগেই। তবে, কবে তাকে বরখাস্ত করা হবে, সেই বিষয়টা এতদিন ছিল অনিশ্চিত। অবশেষে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই লঙ্কান মাস্টামাইন্ডকে বরখাস্ত করার কথা জানায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অন্তৃবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফিল সিমন্সকে। দায়িত্ব নিতে এরইমধ্যে ঢাকায় এসেছেন এই ক্যারিবীয়।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে একই ফ্লাইটে দেশে আসেন সিমন্স। এই সিরিজ দিয়েই বাংলাদেশে শুরু হবে নতুন কোচ ফিল সিমন্স অধ্যায়। এর আগে দুই দফায় বাংলাদেশের হেড কোচ হওয়ার আবেদন করেছিলেন তিনি। বাংলাদেশের জন্য তাই এই সিরিজে থাকবে বিশেষ নজর।
নতুন কোচ নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন হেড কোচ নিয়োগ দেওয়ার। নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে ফিল সিমন্স চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কাজ করবেন।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন ফিল সিমন্স। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রান রয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের। ক্রিকেট ক্যারিয়ারের চেয়ে কোচিংয়ে বেশি সমাদৃত সিমন্স। বিশ্ব জুড়েই পরিচিতি তার। ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু হয় সিমন্সের। কাজ করেছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তানের দলের সঙ্গেও।