বৃহস্পতিবার দেশে আসছেন সাকিব?
বিদায়ী টেস্ট কি দেশের মাটিতে খেলতে পারবেন সাকিব? নাকি আক্ষেপ নিয়েই ইতি টানতে হবে সাদা পোশাকে। নানা জল্পনা-কল্পনা শেষে দেশে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অর্ন্তবর্তী সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই জোরেশোরে শোনা যাচ্ছে এমন খবর। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই দেশে ফিরছেন এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার। তাকে রাজসিক বিদায়ে প্রস্তুত বিসিবিও।
দেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। যদিও কখন তিনি দেশে ফিরবেন, সেটা জানা যায়নি। জানা গেছে, শনিবার দলের সঙ্গে যোগ দেবেন অনুশীলনে। আর প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২১ অক্টোবর। যদিও তিনি প্রথম নাকি দ্বিতীয় কোন টেস্টে অবসর নেবেন, সেটি নিশ্চিত নয়।
এর আগে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, সাকিবকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। কদিন আগে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে নীরব থাকায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে, বিপিএলের ১১তম আসরে সাকিবকে দলে নিয়েছে চিটাগাং কিংস। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম শেষে সাকিবের খেলা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে চুক্তিতে যুক্ত করা হয়েছে। চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে সাতটি দল।