ভারত সফরের হতাশা নয়, পাকিস্তানে সাফল্য আত্মবিশ্বাস জোগাবে শান্তদের
পরপর দুটি সিরিজ—পাকিস্তান ও ভারতে। দুই সিরিজে মুদ্রার দুই পিঠ দেখেছে বাংলাদেশ। পাকিস্তান সফর শেষ করেছে বীরের বেশে। তাদের মাটিতে তাদেরই ধবলধোলাই। সাদা পোশাকে বাংলাদেশের দুই যুগের যাত্রায় তর্কাতীতভাবে সেরা সাফল্য। অন্যদিকে, ভারত সফরে দুই টেস্টে নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। জয়ের চিন্তা তো বহুদূর, ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি তারা। দুই টেস্টে পেয়েছে দৃষ্টিকটু হারের লজ্জা।
দুটি সফরের পর এবার বাংলাদেশ খেলবে ঘরের মাঠে। দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৫ সালে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট ড্র করে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস তো আছেই, সঙ্গে পাকিস্তান সিরিজের অর্জনও বাংলাদেশকে প্রেরণা দেবে বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মিরপুরে বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
নাজমুল আবেদীন বলেন, ‘নিজেদের মাটিতে খেলা, সম্ভাবনা আছে আমরা ভালো করব। ভারতের বিপক্ষে আমরা ভালো করতে পারিনি, আমার মনে হয় সেই ব্যাপারটাকে এক পাশে রাখা উচিত। তবে পাকিস্তানে আমরা যা অর্জন করেছি, সেই আত্মবিশ্বাসটা সামনে নিয়ে আসতে পারব। সেটি কাজে দেবে এই সিরিজে। খেলোয়াড়দের সঙ্গেও কথা হয়েছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাটিতে তারা আত্মবিশ্বাস নিয়ে খেলবে।’
আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।