আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাথুরুসিংহে, চুক্তি বাতিল
দুই দিন আগে ৪৮ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এক জরুরি জুম মিটিংয়ে হাথুরুসিংহকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। সে সঙ্গে লঙ্কান এই কোচের সঙ্গে হওয়া চুক্তিও বাতিল করা হয়।
আইসিসির মিটিংয়ে যোগ দেয়ার জন্য দুবাইয়ে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তারা দু’জনসহ দেশে থাকা পরিচালকরা জুম মিটিংয়ে যুক্ত ছিলেন।
এর আগে, গত মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে, ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে হাথুরুসিংহেকে ৪৮ ঘণ্টার শোকজ নোটিশ ও এই সময়ের মধ্যে তার বরখাস্ত কার্যকর হওয়ার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এরপর গতকাল (বুধবার) নোটিশের জবাবও দেন হাতুরাসিংহে। তবে, নোটিশের জবাবে হাথুরু কি লিখেছেন, তা জানা যায়নি।
বাংলাদেশ জাতীয় দলে দুই দফা কোচ ছিলেন হাথুরুসিংহে। প্রথম দফায় ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। তবে চুক্তির মাঝপথে চাকুরী থেকে অব্যাহতি দেন তিনি। তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। মূলত শ্রীলঙ্কার কোচ হওয়ার জন্য সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। তবে খুব বেশি দিন স্থায়ী হতে পারেননি নিজ দেশে।