বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকিট মূল্য প্রকাশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট গড়াবে সোমবার। ম্যাচ সামনে রেখে শনিবার টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে ম্যাচ।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) এই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকায় দেখতে পারবেন এই ম্যাচ। দুই দলের প্রথম টেস্টের জন্য টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে এক হাজার টাকা।
ভিআইপি স্ট্যান্ডের জন্য টিকিটের মূল্য গুণতে হবে ৫০০ টাকা। আর ক্লাব হাউজে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকায়। অন্যদিকে নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র ২০০ টাকা। দর্শকরা সর্বনিম্ন খেলা দেখতে পারবেন ১০০ টাকায়। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা।
দর্শকরা টিকিট কিনতে পারছেন আজ রোববার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেইটে বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন জনসাধারণ। আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে।
বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে, বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। চলতি বছর বাংলাদেশ দল দেশের মাটিতে দুটি টেস্ট খেলেছে। সবমিলিয়ে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে কেমন করে শান্তরা, সেটাই দেখার অপেক্ষা।