দ. আফ্রিকার পুরুষ দলের সঙ্গে কে এই নারী?
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। ব্যাট-বলের লড়াই শুরুর আগে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছে অতিথিরাও। তবে, হোম অব ক্রিকেটে অতিথি দলের সঙ্গে নজর কেড়েছেন এক নারী। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলের সফরসঙ্গী হয়ে যিনি এসেছেন বাংলাদেশে।
কাগিসো রাবাদা-এইডেন মার্করামদের সঙ্গী হওয়া এই নারী কে—এমন প্রশ্ন জাগতেই পারে! দক্ষিণ আফ্রিকার পুরুষ দলের সঙ্গী হওয়া এই নারী হলেন লুসি ডেভ। যিনি দলটির মিডিয়া ম্যানেজার ও ডিজিটাল কন্টেন্ট ম্যানেজার। যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গেও দেখা গেছে লুসি ডেভকে।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকা পুরুষ দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয় লুসিকে। প্রোটিয়া এই ম্যানেজার সাংবাদিকতায় স্নাতক পাস করার পর দর্শনে করেছেন মাস্টার্স। স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ওপরও করেছেন পড়াশুনা। ইন্টার্ন করেছেন মার্কেটিংয়েও।
পড়াশুনার পর কাউন্টি ক্রিকেটে নটিং হ্যামশায়ার ও ডার্বিশায়ারের সঙ্গে কাজ করেছেন লুসি। তিন বছর কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার টাইটান্স ক্রিকেট ক্লাবে। এরপর যুক্ত হন দেশটির জাতীয় দলের সঙ্গে। লম্বা সময় ধরে যোগ্যতা দিয়েই পুরুষ দলের সঙ্গে দায়িত্ব পালন করছেন লুসি ডেভ।
সাধারণত ক্রিকেট বিশ্বে পুরুষ দলের সঙ্গে পুরুষদেরই মিডিয়া ম্যানেজার হিসেবে দেখা যায়। সেই হিসেবে লুসির দীর্ঘ সময় ধরে পুরুষ দলের সঙ্গে কাজ করাটা প্রশংসনীয় বটে।