এক ক্রিকেটারকে তো ৫০ বছর খেলাতে পারবেন না, সাকিব ইস্যুতে তাইজুল
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় অতীতের দিকে এগুচ্ছে। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর। টেস্ট ক্রিকেট থেকেও বলা চলে অলিখিত অবসর! ১৭ বছর বাংলাদেশের জার্সিতে মাঠ মাতানো সাকিব একে একে ছাড়ছেন সব মঞ্চ। দলের বড় তারকার এই অতীত হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন সতীর্থ তাইজুল ইসলাম। বরং অতীত পেছনে ফেলে সামনের দিকে যে যারা আসবেন তারা যেন ভালো করতে পারেন সেই বাণী শোনালেন অভিজ্ঞ এই স্পিনার।
চলমান ঢাকা টেস্টে মাঠের ক্রিকেটের চেয়েও বেশি আলোচনায় সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে এই টেস্টে খেলতেন তিনিও। শেরেবাংলায় এই স্টেস্ট দিয়ে এই ফরম্যাটকে বিদায় বলার কথা ছিল তার। কিন্তু নিরাপত্তা ইস্যুতে তার দেশে ফিরতে না পারায় আলোচনা চলছে তুমুল।
গত দু-তিন ধরে উত্তপ্ত ছিল শেরেবাংলার প্রাঙ্গণ। মাঠ ও মাঠের বাইরে—সর্বত্র আলোচনার কেন্দ্রে ছিল সাকিব ইস্যু। তাকে খেলানোর পক্ষে-বিপক্ষে আন্দোলনও কম হয়নি। আজ রোববার(২১ অক্টোবর) ঢাকা টেস্টের প্রথম দিন শেষেও ঘুরে ফিরে আলোচনায় সাকিব আল হাসান।
দিন শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুলকেও একের পর এক প্রশ্ন করা হয় সাকিবকে নিয়ে। এই প্রশ্নের উত্তর বেশ সাহসীভাবেই দেন তাইজুল। সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই ছিল সাকিবকে আজ মাঠে মিস করেছিলেন কি না?
জবাবে তাইজুল বলেছেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই তাই তো? সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। কখনও একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’
সাকিব থাকাকালীন দুজনেই দারুণ জুটি হয়ে বাংলাদেশের স্পিন বিভাগ সামলেছেন। সামনের দিকে সেটা মিস করবেন জি তাইজুল? তার জবাব, ‘দেখুন একটা ক্রিকেটার সবসময় থাকবে না। তিনি যখন ছিলেন তার সাথে জুটি বেধেছি। আবার নতুন কেউ আসবে। তার সাথে জুটি পার্টনারশিপ হবে। এটাই নিয়ম।’