সাফের সেমিফাইনালে এবারও ভুটানকে পেল বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের নারীরা। প্রথমবারের মতো ইতিহাস গড়া লাল-সবুজের দলটি সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভুটানের। তাদের ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের পথ সুগম করে নেওয়া সেই বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনের সেমিতে এবারও পেয়েছে ভুটানকে। ‘এ’ গ্রুপের সেরা বাংলাদেশ আর ‘বি’ গ্রুপে রানার আপ ভুটানের দেখা হবে রোববার (২৭ অক্টোবর)।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো ওঠে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। অন্যদিকে, মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়ে বি-গ্রুপের রানার আপ হয়ে সেমিতে ওঠে ভুটান।
নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি। সেদিনই নির্ধারিত হবে গত আসরে সেমিতে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া সাবিনাদের ভাগ্য।
যদিও ফুটবল আমোদীরা মনে করছেন, ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে গত সাফের ম্যাচটি নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে। তা ছাড়া চলতি বছরেই ভুটানের সঙ্গে দুই ম্যাচে জয়ের সুখস্মৃতি তো আছেই। গত জুলাইয়ে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে ৫-১ ও ৪-২ গোলে জিতেছিল পিটার বাটলারের শিষ্যরা।
সেমিফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সাফের বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে নামেন পাকিস্তানের বিপক্ষে। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। শেষ ম্যাচে ভারতের মোকাবিলায় মাঠে নামা সাবিনা-তহুরারা পান দাপুটে জয়। ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে তহুরা খাতুন দুটি এবং আফিদা খন্দকার করেন এক গোল।