সুযোগ পেলে অধিনায়ক হতে তৈরি তাইজুল!
চট্টগ্রাম টেস্টের আগে হঠাৎ গুঞ্জন, অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের মাঝপথে ম্যাচ রেখে সব আলোচনা চলে যায় শান্তর দিকে। কোনো একটা সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে ঝামেলা তৈরি হওয়াটা বাংলাদেশের ক্রিকেটে যেন সংস্কৃতি হয়ে গেছে। বিশেষত, গত দেড় বছরে সেটি মাথাচাড়া দিয়েছে আরও বেশি করে। তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর এবার শান্ত—ঘুরেফিরে একই অবস্থা।
যদিও, সরাসরি কিছু বলেননি শান্ত। জানিয়েছেন বিসিবিকে। শান্ত দায়িত্ব ছাড়বেন, এমনটি চাউর হওয়ার পর কৌতূহল একটাই—তাহলে পরবর্তী অধিনায়ক কে হবেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ টেস্ট শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে। এর আগে আজ সংবাদ সম্মেলনেও আসেননি শান্ত। তার পরিবর্তে দেখা গেছে তাইজুল ইসলামকে।
বাংলাদেশ দলে প্রায় এক দশক কাটিয়েছেন স্পিনার তাইজুল। সাকিব আল হাসানের পর টেস্টে সর্বোচ্চ উইকেট তারই। ঢাকা টেস্টেই প্রবেশ করেন ২০০ উইকেটের ক্লাবে। সেই তাইজুলকে আজ প্রশ্ন করা হয়, তাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিলে তিনি প্রস্তুত কি না? তাইজুলের জবাব— ‘যেহেতু ১০ বছর খেলছি, পুরোটাই তৈরি!’
দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ভূমিকা কী, সেই ব্যাপারে তাইজুল বলেন, ‘অনেক ক্ষেত্রে মাঠে কিছু পরিস্থিতি তৈরি হয়। মাঠে কখনও কখনও অধিনায়ক আমাকে জিজ্ঞাসা করে বিভিন্ন বিষয়ে। আমি যখন বোলিং করি, বা অন্য কোনো স্পিনার বোলিংয়ে আসে তখন ফিল্ডিং সাজানো, ব্যাটার দেখে বিভিন্ন ব্যাপার ঠিক করা—এগুলো নিয়ে আমি সাহায্য করার চেষ্টা করি।’