নারী বর্ষসেরার পুরস্কার রইল আইতানা বনমাতির হাতেই
পুরুষদের বর্ষসেরার তকমা হাতবদল হলেও নারীদেরটা রয়ে গেল অভিন্ন হাতে। বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বনমাতি টানা দ্বিতীয়বার জিতলেন নারী ব্যালন ডি’অর। ব্যালন ডি’অরে বর্ষসেরা নারী ফুটবলারের সম্মানটা রেখে দিলেন নিজের কাছেই।
প্যারিসের থিয়েটার দ্যু শাটলে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বনমাতির ব্যালন ডি’অর জেতাটা সময়ের ব্যাপারই ছিল। বেশ এগিয়ে ছিলেন অন্যদের চেয়ে। গত বছর স্পেনের নারী বিশ্বকাপ জয়ে অন্যতম বড় ভূমিকা রেখেছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
বনমাতির চাওয়া আরও নিজেকে ছাড়িয়ে যাওয়া। চান, ফুটবলে আরও বেশি প্রতিযোগিতা হোক। তাহলে নিজেকে নিয়ে বেশি কাজ করতে পারবেন বলে মনে করেন তিনি।
ব্যালনের মঞ্চে পুরস্কার হাতে বনমাতি বলেন, ‘আমি অনেক বেশি গর্বিত। আবারও এই মঞ্চে উঠতে পেরেছি। ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ। আমি চাই নারী ফুটবলে আরও প্রতিযোগিতা হোক। তাহলে আমিও নিজেকে এগিয়ে নিতে কাজ করতে পারব। খেলায় উন্নতি হলে আমার ও দলের জন্য ভালো। সতীর্থরা সবসময়ই সাহায্য করেছে সামনে এগিয়ে যেতে। তাদের ছাড়া এতদূর আসা অসম্ভব।’