চট্টগ্রাম টেস্ট
২০ মিনিটের ঝড়ে নেই বাংলাদেশের চার উইকেট
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ধুঁকছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের ৩৮ রানে চার উইকেট নিয়ে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাটিংয়ে নামেন শান্ত-মুমিনুল। তবে, সকালের শুরুটা হয়েছে বিবর্ণ। প্রোটিয়া পেসারদের তোপে দাঁড়াতেই পারেনি কেউ। উইকেট বিলিয়ে এসেছেন নিয়মিত বিরতিতে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিয়ে শুরু হয় আজ সকালে আসা যাওয়ার মিছিল। কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে কাইল ভেইরেনের ক্যাচ হয়ে বিদায় নেন শান্ত। তার ব্যাট থেকে আসে ৯ রান। ক্রিজে এসে টিকতেই পারলেন না মুশফিকুর রহিম। দুই বলে শূন্য রানে শিকার হন ডেন প্যাটারসনের। তার ক্যাচ নেন টনি ডি জর্জি। দিনের তৃতীয় ও দলের সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন মিরাজ।
বিপদ বাড়িয়ে মাত্র তিন বল খেলে এক রান করেন তিনি। কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে কাইল ভেইরেনের ক্যাচ হয়ে শান্তর মতো বিদায় নেন তিনিও। ফলোঅন নিশ্চিতের পথে অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনও পারেননি সুবিধা করতে। রাবাদার বলে লেগবিফোর হন রানের খাতা খোলার আগেই।
৪৮ রানে আট উইকেট হারিয়ে বাংলাদেশ রীতিমতো ছিটকে গেছে প্রথম ইনিংসে। মুমিনুল হক ও তাইজুল ইসলাম কতক্ষণ টেকে থাকেন, সেটিই দেখার বিষয়।
প্রথম ইনিংসে ছয় উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।