ভারত সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা দ. আফ্রিকার
সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে চমৎকার এক সিরিজ কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে দলটি। এবার রঙিন পোশাকে ভারতের মুখোমুখি হতে চলেছে প্রোটিয়ারা। আগামী ৮ নভেম্বর থেকে ঘরের মাঠে ভারতের সঙ্গে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজটি প্রতিশোধেরও। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভাঙে প্রোটিয়াদের। যদিও, সিরিজ দিয়ে শ্রেষ্ঠত্ব হারানোর ক্ষত সারানো যায় না। অন্তত, প্রলেপ দিতে পারে।
ভারত সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। অধিনায়কত্ব থাকছে এইডেন মার্করামের কাঁধে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজানো হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সিএসএ। ভারতের সঙ্গে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় আছে তারা।
আগামী ৮ নভেম্বর ডারবানে অনুষ্ঠিত হবে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।