ব্রাজিল দলে নেইমারকে এ বছর আর দেখা যাবে না
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে নেইমার। সম্প্রতি সুস্থ হয়ে আল হিলালের হয়ে মাঠে ফিরলে জাতীয় দলে ফেরা নিয়েও আশা জাগে। তবে সেটা আর হচ্ছে না। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার। ফলে চলতি বছর তথা ২০২৪ সালে আর ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না।
বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ধাপের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখানে নেই ৩২ বছর বয়সী নেইমার। তবে নেইমার না ফিরলেও চোট কাটিয়ে ফিরছেন ভিনিসিয়াস জুনিয়র।
আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দল ঘোষণার পর নেইমারকে নিয়ে দলের কোচ দরিভাল বলেছেন, ‘আমরা তাকে (নেইমার) এখনই ফিরিয়ে আনতে চাইনি। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। কার্যত সে পুরোপুরি ফিট। তবে মাত্র কয়েক মিনিট খেলেছে (ক্লাবের হয়ে), এটা এই সিদ্ধান্তের পক্ষে (তাকে না রাখা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।
রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।
মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।
আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।