ভিসা জটিলতায় আটকে আছেন নাসুম-নাহিদ
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ মাঠে গড়াতে আর একদিন বাকি। গত দুদিন দুই ভাগে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এই সফরের দুই মুখ নাসুম আহমেদ ও নাহিদ রানা ভিসা নিয়ে জটিলতার মুখোমুখি হয়েছেন। দুজনেই এখনও ঢাকায় আটকে আছেন।
আফগান সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম বহর সংযুক্ত আর আমিরাতে পৌঁছে যান গত ২ নভেম্বর। বাকিরা উড়ালদেন গতকাল রোববার। কিন্তু দুই বোলার এখনও যেতে পারেননি ভিসা জটিলতার কারণে। তবে জানা গেছে, আজ ভিসা পাবার কথা নাসুম ও নাহিদের। ভিসা পেলেও ঢাকা ছাড়বেন দুই ক্রিকেটার।
এর আগে গত শুক্রবার (১ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে আসন্ন সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দলে নতুন মুখ নাহিদ রানা। এছাড়া পুরনোদের মধ্যে দলে ফিরেছেন ওপেনার ব্যাটার জাকির হাসান ও স্পিনার নাসুম আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৬ নভেম্বর। পরের দুটি যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
আফগান সিরিজে বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।