সাফজয়ী পাহাড়ি কন্যাদের সংবর্ধনা দেবে রাঙামাটি জেলা প্রশাসন
বাংলাদেশ নারী ফুটবল দলের টানা দুই সাফ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখন—ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুর দুরন্ত গোল বাংলাদেশকে এগিয়ে নেয়। পুরো টুর্নামেন্টে মাঠজুড়ে মনিকার ছন্দ এবং গোলপোস্টের নিচে রূপনার অনবদ্য পারফরম্যান্সের অবদান কম নয়।
শিরোপা জিতে দেশে ফেরা বাংলাদেশ দলের নারীদের সংবর্ধনা দিয়েছে অনেকেই। এবার পাহাড়ি তিন কন্যাকে আলাদাভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। সংবাদ সংস্থা বাসস জানিয়েছে এমন খবর।
আগামী ২৩ নভেম্বর রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনাবাহিনী রিজিওন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে যৌথভাবে রাঙামাটি চিং হা মং মারী স্টেডিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
মোশারফ হোসেন খান বলেন, ‘পাহাড়ের গর্বিত খেলোয়ারদের সংবর্ধনা দিতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঋতুপর্ণাদের নিয়ে শনিবার সকাল ১০টায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে সুসজ্জিত তিনটি ট্রাক রাঙামাটি শহর প্রদক্ষিণ করবে। গাড়ি বহরের সঙ্গে শতাধিক মোটরসাইকেল থাকবে। বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে তাদের সম্মাননা প্রদান করা হবে।’